শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে লন্ডভন্ড মা সীতা দেবী মন্দির

মো. আজগর আলী খান রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে লন্ডভন্ড মা সীতা দেবী মন্দির

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতা ঘাটে অবস্থিত মা সীতা দেবী মন্দির এবং মন্দিরের পাশে অবস্থিত প্রতিবেশী এনামুল হক বাচ্চু, টিটু মারমা ও জামালের বাগানে হাতির আক্রমণে মন্দিরে রান্নাঘর ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার মধ্যরাতে হাতি মন্দির এবং মন্দিরের পাশে বাগান লন্ডভন্ড করে বলে জানান মন্দিরে অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।

তিনি আরও জানান, রাত ২টায় হাতির দলটি এসে মন্দিরে রান্নাঘর ভেঙে ফেলে। এছাড়া মন্দিরে ২০টি বড়ই গাছ, ৬টি নারিকেল গাছ, মোটর ও ডিপ-টিউবওয়েল ভেঙে ফেলে। এছাড়া হাতির আক্রমণে মন্দিরে একটি গরু আঘাতপ্রাপ্ত হয়।

কৃষক এনামুল হক বাচ্চু বলেন, রাত ২টায় প্রথমে হাতির দলটি মন্দিরে এসে ক্ষতিগ্রস্ত করে। এরপর ভোর ৬টা পর্যন্ত মন্দিরের পাশে অবস্থিত আমাদের তিনজনের বাগানে এসে নারিকেল গাছ, সুপারি গাছ, বড়ই গাছ, ভিয়েতনামের কলা গাছ, আম গাছ, শাকসবজিসহ বিভিন্ন জাতে ফসল নষ্ট করে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, দিন দিন হাতির আবাসস্থল ধ্বংস করে ফেলা হয়েছে। খাবারের সন্ধানে হাতি মানুষের বসতবাড়ি ও বাগানে হামলা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে