শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কলমাকান্দায় বন্যায় ১৫ কোটি টাকার সড়কের ক্ষতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
কলমাকান্দায় বন্যায় ১৫ কোটি টাকার সড়কের ক্ষতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইট ও কাঁচা সড়ক ২২০ কিলোমিটার ও ৮০টি ব্রিজ কলভার্ট রয়েছে। তারমধ্যে বন্যায় ৭৫ কিলোমিটার সড়ক ২৭টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। বুধবার সকালে পোগলা, বড়খাপন, রংছাতি ও খারনৈ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়ক পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. রহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।

ডিআরআরও রহুল আমীন বলেন, এ বন্যায় ফসলের পাশাপাশি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে প্রান্তিক জনসাধারণের সঙ্গে কথা বলে দ্রম্নত তালিকা পাঠানো জন্য উপজেলা প্রকল্প বাস্তত্মবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ক্ষয়ক্ষতির তালিকা হাতে পেয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জানাবেন। বরাদ্দ পেলে দ্রম্নত ক্ষতিগ্রস্ত এসব সড়ক মেরামত করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে