'উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার' এই প্রতিপাদ্যে বিভিন্ন জেলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে অচাষকৃত খাদ্য প্রদর্শনী মেলা, স্মারকলিপি পেশ,র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
হাবিপ্রবি প্রতিনিধি জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (হাবিপ্রবি) কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে চার দিনব্যাপী নানা সায়েন্টিফিক ইভেন্ট ও প্রোগ্রাম। বুধবার প্রোগ্রামের প্রথম দিন শোভাযাত্রাটি প্রসাশনিক ভবন থেকে শুরু হয়ে ঢাকা দিনাজপুর মহাসড়কে অবস্থান করে উক্ত শোভাযাত্রা ও চার দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন আর্থিক ও প্রসাশনিক দায়িত্ব প্রাপ্ত ড. হাসান ফুয়াদ এল তাজ এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রক্টর ড. মো. শামসুজ্জোহা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. মফিজুল ইসলাম ও ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টার কাছে বাংলাদেশ যুবছায়া সংসদ ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার সকাল কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে যুব গর্ণযালির উদ্বোধন করেন- কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা কৃষি অফিসার মো. মাহবুব আলম রনি। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহাদী হাসান সিহাব, উপজেলা সমবায় কর্মকর্তা স. ম রাশিদুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. খাইরুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবুপদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিএনএসকেএস সভানেত্রী মনোয়ারা খাতুন, কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত ও ভারপ্রাপ্ত সম্পাদক তানভির হোসনে মুন্না প্রমুখ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের্ যালি বের করা হয়।র্ যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুখীপ্রিয় চাকমা, মহিলা-বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম প্রমুখ।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বনবেড়া গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় বনলতা নারী সংগঠনের উদ্যোগে প্রদর্শনী মেলায় আল্পনা নাফাকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন- ভিক্টর ডিব্রা, প্রধান অতিথি ছিলেন- শংকর ম্রং আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী বারসিক নেত্রকোনা, গুঞ্জন রেমা উপজেলা সমন্বয়ক কলমাকান্দা, রীনা নেংমিঞ্জা, আমেনা হাজং, কামনা হাজং প্রমুখ। ম