দুই জেলায় আরও আটক ৪
কুমিলস্না উত্তর জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কুমিলস্না উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে দিনাজপুরের বিরল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা এবং মানব পাচারকারিসহ চারজনকে আটক করেছে পুলিশ ওর্ যাব। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
দেবিদ্বার ও বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্না উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে কুমিলস্না নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিলস্না কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম। আল আমিন সরকার কুমিলস্না মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল মিয়া সরকারের ছেলে। সে কুমিলস্না উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানায় অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারিসহ তিনজন সাধারণ বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপি'র সীমান্ত পিলার ৩২১ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাবপিলার হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটক হলো- দুইজনের মধ্যে একজন মানব পাচারকারি এবং একজন বাংলাদেশি সাধারণ নাগরিক। ধর্মপুর ইউনিয়নের কান্দাপাড়া (সাতদাগ) মো. মাসুদ রানার ছেলে মানব পাচারকারি মো. হেলাল পারভেজ পায়েল (২৭) ও বোচাগঞ্জ উপজেলার মোলস্নাপাড়া গ্রামের মৃত কান্ত দে'র ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০)। এ ছাড়াও পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর বিওপি'র সদস্যরা ৩৩১ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকা হতে দিনাজপুর সদর উপজেলার বড় বন্দর (চুড়িপট্টি) এলাকার হরিপদ রায়ের মেয়ে ভারতী রাণী রায়কে (৪৫) পৃথকভাবে আটক করে। বুধবার সকালে আটক তিনজনকে বিরল থানায় মামলা দায়েরপূর্বক সোপর্দ করে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেপ্তার করেছের্ যাব-১। বুধবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জায়েদ আলীর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের মৃত নোয়াব আলী ছেলে।র্ যাব -১ এর কোম্পানি কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগস্ট রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।