তিন জেলায় আরও ৩ অপমৃতু্য
চমেক হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালাল শ্বশুর বাড়ির লোকজন
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এদিকে, শরীয়তপুরের ডামুড্যায় প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা খুন, দিনাজপুরের পার্বতীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার ও নাটোরের নলডাঙ্গায় পুকুরে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শাহনাজ কামরুন নাহার (২৫) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা (এসআই) খুরশেদ।
গৃহবধূর স্বামীর নাম প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। তার বাড়ি পটিয়ার শান্তিরহাট এলাকায়। নগরের কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় তাদের বসবাস। আর গৃহবধূর বাড়ি উপজেলার হাইদগাঁও এলাকায়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে ওই গৃহবধূর মরদেহ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। পরে ঘটনাস্থল কসমোপলিটন আবাসিক এলাকার কাশেম বিল্ডিংয়ে গিয়ে বাসা তালাবদ্ধ দেখা যায়। ধারণা করা হচ্ছে, বাসার চাবি দারোয়ানকে দিয়ে পালিয়ে গেছে গৃহবধূর স্বামী ও তার পরিবার। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যায় সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তারকাটা উঠানোর কাওয়াল (লোহার) আঘাতে সিরাজুল ইসলাম মাঝি (৫৪) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সিড্যা ইউনিয়ন মধ্য সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম মাঝি উপজেলার সিড্যা ইউনিয়ন মধ্য সিড্যা গ্রামে মৃতু্য নূর বক্স মাঝির ছেলে।
জানা যায়, সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী শরীফ মাঝির বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারকাটা উঠানোর কাওয়াল (লোহা) দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপেস্নক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ইব্রাহিমনগর মহলস্নায় নুরনবী (৬২) নামে এক ব্যক্তি গলায় দড়ি পেঁচিয়ে ঘরের ছাদের বর্গায় ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন।
জানা যায়, ঘটনার দিন রাতে নুরনবীর স্ত্রী পাশে রুমে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দশটার সময় উঠে স্বামীর ঘরে গেলে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃতু্য মামলা হয়েছে।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আব্দুলস্নাহ নামে এক শিশু মারা গেছে। বুধবার সকালে উপজেলার নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুলস্নাহ (৩) ওই গ্রামের সোহেল রানার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। সকলের অগোচরে বাড়ির আঙ্গিনার পাশেই একটি পুকুরের পানিতে পড়ে তার মৃতু্য হয়। পরে পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।