ময়মনসিংহের ধোবাউড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে নেতাই পাড়ের মানুষজন। বুধবার কলসিন্দুর ঘাটপাড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
তাদের দাবি-বন্যায় নেতাই নদীর বেঁড়িবাধ ভেঙে ঘরবাড়ি ভেসে গেছে। এটা মূলত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে হয়েছে। ড্রেজার না থাকলে ঘরবাড়ি ভেঙে যেত না। তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু বালু ব্যবসায়ীর কারণে নেতাই নদীর পাড়ের মানুষজন সবসময় হুমকির মুখে থাকে। তারা বালু উত্তোলন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস শহীদসহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুর রশিদ মেম্বার বলেন, 'আমি সরকারি ইজারা দিয়ে বালু উত্তোলন করছি। স্থানীয় কিছু লোকজন নিয়মবহির্ভূতভাবে বিশেষ সুবিধা চেয়েছিলেন। না দেওয়ায় এই মানববন্ধন আয়োজন করেছে।'