যশোর-ঢাকা পাঁচটি ট্রেনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, যশোর
যশোর জংশন থেকে পদ্মা সেতু হয়ে চারটিসহ ঢাকায় ৫টি ট্রেন যাতায়াতের দাবিতে ফের আন্দোলনে নেমেছে যশোরবাসী। দাবি আদায়ের লক্ষ্যে বুধবার যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'র ব্যানারে স্মারকলিপি প্রদানকালে নেতারা বলেন, এতদিন যশোর থেকে তিনটি ট্রেন চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ঢাকায় যাতায়াত করত। কিন্তু পদ্মা সেতু রেলপ্রকল্পের মাধ্যমে যশোরের জন্য মাত্র একটি ট্রেন রাখা হয়েছে। রেল যোগাযোগ উন্নয়নের স্বার্থে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে সংগ্রাম কমিটি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কৃতি খেলোয়াড় কাওসার আলী, সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিলস্নুর রহমান ভিটু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, অধ্যক্ষ শাহীন ইকবাল, নুরুল ইসলাম, প্রকৌশলী আবু হাসান, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, আহাদ আলী মুন্না প্রমুখ।