ভবন উদ্বোধন
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনের নিজস্ব কার্যালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু দাউদ, সাবেক কমান্ডার মহিউদ্দিন বানাত. বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম বিজলী, বীর মুক্তিযোদ্ধা নুর আলম তাফসের, বীর মুক্তিযোদ্ধা সুজা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজীবুদ্দৌলস্না প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম।
আলোচনা সভা
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় এসময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কমিটি গঠন
ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা লেবার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ-৬৪৮ এর কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। সোমবার রাতে বাসস্ট্যান্ড চত্বরে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমীর মো. মোকলেছুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতে নায়েবে আমির মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতের রুকন মো. হামিমুর রহমান হামীম।
রফিকুল ইসলামকে সভাপতি ও জোনাব আলীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
বিদায় সংবর্ধনা
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর অফিসার্স ক্লাবে দুজন অফিসারের অন্যত্র বদলি হওয়ায় বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাতে পার্বতীপুর অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়। অফিসার্স ক্লাব পার্বতীপুরের আয়োজনে বিদায় সংবর্ধনায় বিদায়ী অতিথি ভেটেরিনারি সার্জন ডা. মো. আতিকুর রহমান ও অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় এই দু'জন অফিসারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। সঞ্চালনায় ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার শহিদুল বারী খান লিখন।
ক্রীড়া প্রতিযোগিতা
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোনয়ন হোসেন, উপজেলা পলস্নী-উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, প্রধান শিক্ষক মনসুর আলী।
পুরস্কার বিতরণ
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্যর্ যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার উপজেলা অডিটরিয়াম প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলামি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওসার আহমেদ, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির পিএমওর ডিআরআর সেক্টর প্রধান সজীব কামাল মুন্সি, উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুর রহমান।
বার্ষিক খোশরোজ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
গাউসুল আজম বিল বিরাসাত হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার মহান বার্ষিক খোশরোজ শরীফ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)। মোনাজাত-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব মুসলমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান।
গণসংবর্ধনা প্রদান
ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সদ্য কারামুক্ত সেতাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নওশাদ আলীকে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার জামিনে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্ত হলে বিকালে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই নেতাকে বিএনপির নেতাকর্মীরা ফুলেল সংবর্ধনা প্রদান করেন। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি, সহসভাপতি মোজাহারুল ইসলাম, বিএনপি নেতা সাবেক জিএস এমওয়ালী ফ্লাড, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী, ছাত্রদলের সভাপতি রিয়াদ চৌধুরী প্রমুখ।
কমিটির অভিষেক
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার কাউন্সিল-২০২৪ ও নবগঠিত বিভিন্ন ইউনিয়ন কমিটির অভিষেক ও বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন অধ্যাপক মো. শফিকুর রহমান। পরে তিন সদস্যবিশিষ্ট মনোনীত নির্বাচন কমিশনের নেতৃত্বে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মাওলাকে সভাপতি এবং খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাজী কবির হোসেনকে সেক্রেটারি করে চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বাইসাইকেল বিতরণ
ম দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা উপজেলায় 'ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা' প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ১৭১ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।
আলোচনা সভা
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর হতে একটির্ যালি বের হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম মধু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মকবুল হোসেন।
কাউন্সিলিং প্রোগ্রাম
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি কাইয়ুম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ। সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম।
বসতবাড়িতে আগুন
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকান্ডে গবাদি পশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বিলধামাই গ্রামের মৃত দশর আলীর ছেলে সানোয়ার হোসেনের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এলে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে আনলেও গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ দুটি বসতঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার যদি আবেদন করেন তাহলে সহায়তা প্রদান করা হবে।
পোনা বিতরণ
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের মধ্যে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের মাঠে উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ফারিস্তা করিম, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ক্ষেত্র সহকারী মনোজ চৌধুরী ও অফিস সহায়ক বাবলু শীলসহ আরও অনেকে।