খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলরদের স্বপদে বহাল করার দাবিতে আয়োজিত মানববন্ধন পন্ড হয়ে গেছে। কেসিসির অপসারিত কাউন্সিলররা নেপথ্যে থেকে তাদের অনুসারীদের দিয়ে এই মানববন্ধনের আয়োজন করেছিলেন। কিন্তু শ্রমিক দলের নেতাকর্মীদের ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। এ সময় কয়েকজনকে মারধর করা হয়। পরে অপসারিত মেয়র ও কাউন্সিলরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শ্রমিক দলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কেসিসি কাউন্সিলরদের অনুসারীরা মানববন্ধনের জন্য নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণ পরেই শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। ধাওয়া ও মারধরের ঘটনায় আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
কেসিসি সাবেক প্যানেল মেয়র-৩ মেমোরি সুফিয়া রহমান সুনু বলেন, একটি নাগরিক সনদ নিতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। নাগরিকরা সেবাবঞ্চিত হয়ে সাধারণ জনতা, ছাত্রসমাজ এ মানববন্ধনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বাধার কারণে তা হয়নি।