বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, অতি মুনাফার লোভে ও সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দ্রব্যমূল্যে সাধারণ জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এ থেকে পরিত্রাণের জন্য সৎ ও পরকালীন জবাবদিহি চেতনায় উদ্বুদ্ধ ঈমানদার ব্যবসায়ীর প্রয়োজন। এই লক্ষ্যে চট্টগ্রাম বিজনেস ফোরাম ব্যবসায়ীদের মধ্যে কাজ করে যাচ্ছে।
গত সোমবার রাতে চট্টগ্রাম বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চলের উদ্যোগে কর্নেলহাট বিপণিবিতান ও চৌধুরী শপিং কমপেস্নক্সের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিজনেস ফোরাম পাহাড়তলী অঞ্চল শাখার সভাপতি আল-আমীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সদরঘাট থানা শাখার আমির অধ্যাপক আব্দুল গফুর, চট্টগ্রাম বিজনেস ফোরাম চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, আল-আমীন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. শাহাদাত হোসাইন, জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।