এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলে বিভাগের ৮টি জেলার মধ্যে শীর্ষে রয়েছে রংপুর জেলা। এই জেলার পাসের হার ৮২.২০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছেন ৪৮৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। এই জেলার পাসের হার ৮১.৩৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭৮৮ জন। তৃতীয় অবস্থানে থাকা গাইবান্ধা জেলার পাসের হার ৭৬.৮০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৪৯৮ জন। ফলাফলে চতুর্থ হয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় পাসের হার ৭৬.৪১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৩১১০ জন। ৭৬.২৯ শতাংশ পাসের হার ও ৬০৬ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে লালমনিরহাট জেলা। ষষ্ঠ অবস্থানে ঠাকুরগাঁও জেলার পাসের হার ৭৬.১১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১১০৫ জন। কুড়িগ্রাম জেলার অবস্থান সপ্তমে। এই জেলার পাসের হার ৭৪.৬০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন। সবশেষ অবস্থান তথা অষ্টম স্থানে থাকা পঞ্চগড় জেলার পাসের হার ৬৭.৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৪২০ জন।