রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বিভাগের শীর্ষে রংপুর সরকারি কলেজ

রংপুর প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
বিভাগের শীর্ষে রংপুর সরকারি কলেজ

রংপুর বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রংপুর সরকারি কলেজ বিজ্ঞান ও মানবিকে জিপিএ-৫ পেয়েছে সবচেয়ে বেশি। এর আগে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শীর্ষ অবস্থান ধরে রেখেছিল।

রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোসরফ হোসেন জানান, বিশেষভাবে পরীক্ষার্থীদের যত্ন নেওয়ার কারণে ভালো ফলাফল করেছে তার প্রতিষ্ঠানটি। বিশেষ করে মানবিকে তার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বরাবর ভালো ফলাফল করে থাকে। এবার রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে মানবিকে শীর্ষে রয়েছে। তিনি জানান, এবার ৮৯১ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে বিজ্ঞানে ৬২৬ জন, মানবিকে ২৩৭ ও ব্যবসায় শিক্ষায় ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞানে ৬৭৫ জন, মানবিকে ২৯০ জন ও ব্যবসায় শিক্ষায় ২৬৩ জন পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় মোট পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

এ ছাড়া জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৯৪২ জন। কৃতকার্য হয়েছে ৯২৩ জন। অকৃতকার্য হয়েছে ১৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯১ জন। তাদের অধিকাংশ বিজ্ঞান বিভাগের। পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে কারমাইকেল কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৯৯৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৩১ জন। অকৃতকার্য হয়েছে ৬৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৮ জন। অধিকাংশ বিজ্ঞান বিভাগের। পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ।

চতুর্থ অবস্থানে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। এবার মোট পরীক্ষা দিয়েছে ৮১৮ জন। কৃতকার্য হয়েছে ৭৮১ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৫ জন। অধিকাংশ বিজ্ঞান বিভাগের। পাসের হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ।

পঞ্চম অবস্থানে সরকারি বেগম রোকেয়া কলেজ। এ কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৮৯১ জন। কৃতকার্য হয়েছে ৮২৬ জন। অকৃতকার্য হয়েছে ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন। তাদের অধিকাংশ বিজ্ঞান বিভাগের। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে এবার মোট পরীক্ষার্থী ছিল ৫২৯ জন। কৃতকার্য হয়েছে ৫১৯ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন। জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। এই প্রতিষ্ঠানের প্রশাসনিক কো-অডিনেটর নাহেদ ফরিদ জানান, তার কলেজ থেকে গতবারের চেয়ে এবার পাসের হার কম হলেও এবার জিপিএ-৫ পেয়েছে বেশি।

সপ্তম অবস্থানে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৫১০ জন। কৃতকার্য হয়েছে ৪৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৩৩ জন। ১০৬ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে বিজ্ঞানে ৯৬ ও মানবিকে ১০ জন রয়েছে। বিজ্ঞানে ৩৩৬ জন ও মানবিকে ১৪৩ জন পরীক্ষা দিয়েছিল। পাসের হার ৯৩ দশমিক ৫৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে