রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
৭ কলেজে শতভাগ ফেল

যশোর বোর্ডে শতভাগ পাসের তালিকায় ১৩ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, যশোর
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
যশোর বোর্ডে শতভাগ পাসের তালিকায় ১৩ প্রতিষ্ঠান

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭৪টি কলেজের মধ্যে এবার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। একই সঙ্গে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ এই তথ্য জানিয়েছেন।

গত বছর (২০২৩ সালের পরীক্ষা) শতভাগ পাস করেছিল ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। ২০২২ সালের পরীক্ষায় শতভাগ পাস করেছিল ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১৬ এবং ২০২০ সালে এই সংখ্যা ছিল ৫৭৫। আর ২০২৩ সালে ৭টি প্রতিষ্ঠান শূন্যভাগ পাসের হারের রেকর্ড গড়েছিল। ২০২২ সালে ৬টি প্রতিষ্ঠান শূন্যভাগ পাসের হারের রেকর্ড গড়লে তার আগের দু'বছরে শূন্যভাগ পাসের হারের লজ্জাজনক রেকর্ড ছিল না কোনো প্রতিষ্ঠানের।

শতভাগ ফেলের তালিকায় থাকা ৭টি কলেজ হলো- মেহেরপুরের গাংনীর মড়কা জাগরণ কলেজ (৩ জন পরীক্ষার্থী), খুলনা ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ (১ জন পরীক্ষার্থী), তেরখাদার শাপলা কলেজ (১ জন পরীক্ষার্থী), সাতক্ষীরা সদরের আখড়াখোলা আইডিয়াল কলেজ (৩ জন পরীক্ষার্থী), মাগুরার মহম্মদপুরের গোপীনাথপুর এমএ খালেক স্কুল অ্যান্ড কলেজ (৬ জন পরীক্ষার্থী), যশোরের মণিরামপুরের নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজ (৩ জন পরীক্ষার্থী) ও ঝিনাইদহের নাজির উদ্দিন ইসলামিয়া কলেজ (১ জন পরীক্ষার্থী)। এই সাতটি কলেজের মধ্যে খুলনার তেরখাদার শাপলা কলেজ (একজন পরীক্ষার্থী) গতবারও শতভাগ ফেলের তালিকায় ছিল।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭৪টি কলেজের মধ্যে এবার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। একই সঙ্গে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।

তিনি আরও জানান, ফলাফলের জন্য শূন্যভাগ পাসের প্রতিষ্ঠানকে সতর্ক ও শো'কজ নোটিশ পাঠানো হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে