যশোর শিক্ষা বোর্ডের শীর্ষস্থানে যশোর তলানিতে মেহেরপুর
প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, যশোর
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে যশোর জেলা। আর তলানিতে অবস্থান করছে মেহেরপুর জেলা। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৭২ দশমিক ৮৪ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এই জেলার পাসের হার ৭১ দশমিক ১৯ ভাগ। ৭০ দশমিক ১১ ভাগ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা। নড়াইল জেলা রয়েছে ৪র্থ স্থানে। তাদের পাসের হার ৬১ দশমিক ২৭ ভাগ। ৫ম স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৫৯ দশমিক ৪০ ভাগ। কুষ্টিয়া জেলার অবস্থান ষষ্ঠ। তাদের পাসের হার ৫৮ দশমিক ৫২ ভাগ। ৫৮ দশমিক ২৩ ভাগ পাসের হার নিয়ে ৭ম অবস্থানে রয়েছে মাগুরা জেলা। চুয়াডাঙ্গা জেলা ৫৭ দশমিক ৯৬ ভাগ পাসের হার নিয়ে রয়েছে ৮ম অবস্থানে। ৯ম অবস্থানের বাগেরহাট জেলার পাসের হার ৫৫ দশমিক ০৪ ভাগ। আর তলানিতে অবস্থান করা মেহেরপুর জেলার পাসের হার ৫০ দশমিক ৩৮ ভাগ।