রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

'দখলদারিত্ব ও লুটপাটকারীদের দায় বিএনপি নেবে না'

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
'দখলদারিত্ব ও লুটপাটকারীদের দায় বিএনপি নেবে না'

দখলদারিত্ব ও লুটপাটকারীদের দায় বিএনপি নেবে না বলে জানিয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গত সোমবার উপজেলার ভাগজোত বাজারে চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটতরাজকারীদের কঠোর হস্তে দমন করার দাবিতে আয়োজিত সমাবেশে তারা এ কথা জানান।

রামকৃঞ্চপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক ইউপি সদস্য আনছার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলী। সমাবেশে উপজেলা বিএনপির সহসাংগঠনিক আরিফুল ইসলাম নান্নু, ছাত্রদলের সাবেক সভাপতি আবিদ হাসান মন্টি, বিলস্নাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বিএনপির একটি অংশকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও আপনারা হাট, ঘাট, রেজিস্ট্র্রি অফিস, থানা, হাসপাতাল দখলে নিয়ন্ত্রণ করছেন। এর দায়ভার আপনাদেরই নিতে হবে। দল কোনোভাবেই অন্যায়কে প্রশয় দেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে