রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

খুলনা জেলা আইনজীবী সমিতির অপেশাদার ২০৯ জনের লাইসেন্স স্থগিত

খুলনা অফিস
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
খুলনা জেলা আইনজীবী সমিতির অপেশাদার ২০৯ জনের লাইসেন্স স্থগিত

খুলনা জেলা আইনজীবী সমিতির অপেশাদার ২০৯ জন সদস্যের লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠিত সভায় সমিতির আহ্বায়ক আব্দুলস্নাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা সঞ্চালনা করেন। সভায় নন-প্র্যাকটিশনার-চাকরিজীবী আইনজীবীদের নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ২০৯ জন নন-প্র্যাকটিশনার (অপেশাদার)/ চাকরিজীবীর লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থগিতকৃত আইনজীবীদের তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে বলে সভায় জানানো হয়েছে। ৩০ দিনের মধ্যে আইনজীবী সমিতি পরিচালনা পরিষদের কাছে তালিকা বিষয়ে আপিল করতে পারবেন তারা। পরিচালনা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ৩০ দিন পর তালিকাভুক্ত আইনজীবী ও আপিলের সিদ্ধান্ত মতে সব আইনজীবী সমিতির সদস্য পদ বাতিল বলে গণ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে