বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ' এই প্রতিপাদ্যে বিভিন্ন জেলায় এ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইবনে মায়াজ প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) খান মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার নেত্রকোনা জানান, নেত্রকোনায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়। বর্ণাঢ্যর্ যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. মামুন খন্দকার, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাক প্রমুখ।
স্টাফ রিপোর্টার নীলফামারী জানান, নীলফামারীতে এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্যর্ যালি বের হয়। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সামছুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুষার কান্তি রায় প্রমুখ।
স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ জানান, গোপালগঞ্জে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটির্ যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা, কাশিয়ানী উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী হাসিবুল চৌধুরী, এনজিও কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জনান, কিশোরগঞ্জের বাজিতপুর কুলিয়ারচর এ উপলক্ষে মঙ্গলবার সকালের্ যালিতে নেতৃত্ব দেন ওর্ যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফারাশিবদ বিন এনাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়া মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একর্ যালি বের হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউএনও জান্নান আরা তিথি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, মৎস্য কর্মকর্তা (চ. দ.) মকছেদ আলী, থানার এসআই মোসাদ্দেক, সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, পলস্নী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দীপক কুন্ডু প্রমুখ।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়েছে। শেষে উপজেলা সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- ইউএনও মো. তৌহিদুর রহমান। উপস্থিত ছিলেন- এসিল্যান্ড সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. মনিরুল হক, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগমসহ অনেকে।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে মঙ্গলবার সকালের্ যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইউএনও সজীব কান্তি রুদ্র। জনস্বাস্থ্য প্রকৌশলী আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফজলুল করিম, পলস্নী সঞ্চয় কর্মকর্তা রতন দেব, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা প্রমুখ।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালি শেষে বক্তব্য রাখেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রহুল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌফিকুল ইসলাম প্রমুখ।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে মঙ্গলবার উপজেলা চত্বর থেকের্ যালি বের হয়।র্ যালি শেষে এসিল্যান্ড আশিক-উর-রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. মোমিনুর জাহান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. জুনায়েদ সাকি প্রমুখ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের হয়। শেষে পরিষদ সম্মেলন কক্ষে সভায় ইউএনও সানজিদা সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মো. মেহেদী হাসান উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট প্রেস কাবের অর্থসম্পাদক মিঠু রানা প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার সকালে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্যর্ যালি বের হয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, প্রেস কাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার বেলা ১১টায়র্ যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শহীদুর রহমান এআরডিও একে মাহমুদ, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, উপজেলা পলস্নী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র প্রমুখ।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে মঙ্গলবার সকালে প্রদর্শনীসহ সংপ্তি আলোচনা সভা এতে ইউএনও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, সাংবাদিক এস এম আরিফুল ইসলাম জীমনসহ অনেকে।
শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার নূর ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলামসহ অনেকে।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে মঙ্গলবার আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরএমও শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক তানজিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, শিবপুর প্রেস কাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।