তিন জেলায় আরও ৬ জন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ সাতজন গ্রেপ্তার
প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ও নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছেন যৌথবাহিনী। অপরদিকে পাবনার ভাঙ্গুড়া, কুষ্টিয়ার দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুরে চোর, দলীয় কার্যালয় ভাঙচুর ও হত্যা মামলার প্রধান আসামিসহ ৬ জনকে আটক করেছের্ যাব ও পুলিশ। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৩টি দেশীয় অস্ত্রসহ মো. সজীব মিয়া (৩০) নামে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩টি দেশীয় অস্ত্র, ২০ গ্রাম গাঁজা, ১ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল সেট, ১টি মোটর সাইকেল ও ৩ লাখ ৯১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার যৌথবাহিনীর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। মো. সজীব মিয়া কালীসিমা গ্রামের তারা মিয়ার ছেলে।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭টি কার্তুজ এবং ২টি দা উদ্ধার করা হয়। গত সোমবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- নরসিংদী জেলার অলীপুর গ্রামের মো. আরমান (৪২), একই গ্রামের কাজী তারেক (৩৪), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২), আশরাফুল ইসলাম হিমেল (২০) ও আবু সাঈদ (২৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ূন কবীর।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ওয়ার্ড দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় ইউপি আওয়ামী লীগ নেতা ও অপসারণকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে তুলে নিয়ে উলিস্নখিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকু (৪৫)-কে পাবনা থেকে গ্রেপ্তার করেছের্ যাব। সোমবার রাতে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টুকু দৌলতপুর উপজেলা ফিলিপনগর এলাকার মহির উদ্দিন আহমেদের ছেলে।র্ যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের নাগরপুরে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মামুদনগর ইউনিয়ন থেকে ৪ চোরসহ পিকআপ ভ্যানটি উদ্ধার করেন। গ্রেপ্তার আসামিরা হলো- উপজেলার শালিনা পাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (২৬), ঘিওরকোল গ্রামের মো. হাকিম শেখের ছেলে মো. লাভলু শেখ (৩০), বাবনাপাড়া গ্রামের মৃত. আবুল বাসারের ছেলে মো. শাহিন মিয়া (৫১) ও একই গ্রামের কশাই গাজী ওরফে গাজীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।