টাঙ্গাইলে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, পিরোজপুরের ইন্দুরকানীতে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর ও বগুড়ার দুপচাঁচিয়ায় ইটের খামালের চাপা পড়ে শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন দুপুরে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামে এক নারী তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ জানান, জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ থেকে তাদের সংবাদ দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, ইন্দুরকানীতে ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চরবলেশ্বর গ্রামের হরলাল সরকার (৬৫) সোমবার রাতে স্ত্রী কল্পনা রানীকে নিয়ে পার্শ্ববর্তী গৌতমের বাড়ি যান। সেখানে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে রেখেই বাসায় চলে আসেন। পরে ওই রাতে বাড়ির পেছনে হাত-পা ধুতে গিয়ে ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যান। সকালে তার স্ত্রী বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখেন। স্বামীকে খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ির পেছনের ডোবায় তার লাশ ভাসতে দেখেন।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার (৮) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে।
নিহত শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) আল হেলাল মাহমুদ।
জানা গেছে, দুপুরে সহপাঠী চাচাতো ভাই আকাশ মিয়ার (১০) সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় শিশু হাসি আক্তার (৮)। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। এরপর চাচাতো ভাই আকাশ মিয়ার চিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় ইটের খামালের চাপা পড়ে তাসিম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। সে উপজেলা জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত তামিমের পিতা সাইফুল ইসলাম বলেন, তার ছেলে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ ইটের খামাল তার উপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।