প্রধান সড়ক ও বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের বাজার মনিটরিং
প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশ ও দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন। অপরদিকে পাবনার সুজানগরের পৌরসভার প্রধান সড়কসহ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপেস্নামেসি চাকমা। মঙ্গলবার দুপুরে চন্দনাইশ পৌরসভাস্থ কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অধিক দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। এ সময় চন্দনাইশ থানার একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ অভিযানে সহায়তা করেন।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্দেশনায় ফুলবাড়ী পৌর শহরে এ বাজার মনিটরিং করেন তিনি। তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সারাদেশে ট্রাস্কফোর্স গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে তিনি মনিটরিং করছেন। এ সময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর সেনেটারি ইন্সপেক্টর পলাশ সরকার।
সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পৌরসভার প্রধান সড়কসহ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগরের প্রধান সড়ক, সিনেমা হল সড়ক, মাছবাজার ও সবজি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।