রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষের্ যালি বের করা হয় -যাযাদি

র্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

'হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি'- এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটির্ যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীনসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ও মানবিক হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়র্। যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

'হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি'- এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটির্ যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীনসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ও মানবিক হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে