ডেঙ্গুতে ভর্তি রোগী ৪৩ হাজার ছাড়াল

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮৬ জন। তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৬৫৬ জনে। এ ছাড়া গত একদিনে এই রোগে একজনের মৃতু্য হয়েছে। মারা যাওয়া নতুন রোগী নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১৫ জনের মৃতু্য হলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫১৭ জন, ঢাকা বিভাগে ১১৩, ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ২০৯, খুলনায় ১৫২, রাজশাহী বিভাগে ৪১, রংপুর বিভাগে ২১, বরিশাল বিভাগে ৯৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৭১৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৭১ জন; আর এক হাজার ৮৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।