মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

এবার মেনন ও মমতাজের ব্যাংক হিসাব অবরুদ্ধ

যাযাদি ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
এবার মেনন ও মমতাজের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।

বেসরকারি ব্যাংকের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এই দুই সাবেক সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির হিসাবও অবরুদ্ধ হয়েছে।

বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার রহিত করতেও বলা হয়েছে।

মেনন ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী দুই দিনের মধ্যে পাঠাতেও বলা হয়েছে।

গত ৫ আগস্ট পতনের পর শেখ হাসিনা সরকারের সদস্য, বহু সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও তার জোটের নেতাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ হয়েছে।

মেনন ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত চারটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন, মন্ত্রিত্বও পেয়েছেন; লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ প্রথমে সংরক্ষিত নারী আসনের ও পরে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে