জালালাবাদ অ্যাসোসিয়েশন ইংক অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সম্মেলন ও কার্যকরী কমিটি গঠন
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইংক অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ড. হুমায়ের চৌধুরী রানা। কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সাধারণ সভায় কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৭ সালের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে ড. হুমায়ের চৌধুরী রানা সংগঠনের মিশন-ভিষণ তুলে ধরেন। এরপর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া ও কোষাধ্যক্ষ আসাদ জামান আহমেদ কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে কার্যকরি কমিটির নির্বাচনে কণ্ঠভোটে ড. হুমায়ের চৌধুরী রানাকে সভাপতি, শের-ই জামানকে সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফরিদ মিয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সভা শেষে অ্যাসোসিয়েশনের উন্নতি ও বাংলাদেশ এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য মাওলানা ফেরদৌস আহমেদ। সার্বিক সমর্থন ও সহায়তার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি। সভায় নতুন কমিটিতে নির্বাচিত কোষাধ্যক্ষ আসাদ জামান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল মজুমদারসহ বৃহত্তর সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত নতুন কমিটি যথাক্রমে- সভাপতি ড. হুমায়ের চৌধুরী রানা, সিনিয়র সহ-সভাপতি শের-ই জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ আসাদ জামান আহমেদ এবং সদস্য তওফিকুল বারী ও আয়শা কলি। সংবাদ বিজ্ঞপ্তি