চট্টগ্রামের আনোয়ারায় ভূমি বিরোধের মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলা নিলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে মামলার বাদী হতাশায় ভুগছেন। মামলার বাদীর পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
জানা যায়, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় গত ২২শে সেপ্টেম্বর ভূমি বিরোধের পরিমাপে অসন্তুষ্টিতে মারপিটের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এরা হলেন সাইফুদ্দিন (২৮), রেহেনা বেগম (৪০), শিফা আকতার (২০) ও শাহিন (৪২)। বৃহস্পতিবার সংঘটিত ঘটনা থানায় মামলা হয়েছে। মামলার বাদী তাজমিন আকতার জানায়, প্রতিপক্ষরা হত্যার হুমকি দিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আনোয়ারা থানার এসআই জয়নাল জানায়, সংঘঠিত ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। এদিকে এলাকায় উত্তেজনা চলছে। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।