দুর্যোগ প্রশমন দিবস
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের হয়।র্ যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ খন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পলস্নী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দীপক কুন্ডু, উপজেলা সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের স্টেশন লিডার কহির উদ্দিন দেওয়ান প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট
ম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারায়ণপুর ফুটবল টুর্নামেন্ট-২০২৪'র ফাইনাল খেলা রোববার অনুষ্ঠিত হয়েছে। নারায়ণপুর যুব সংঘের উদ্যোগে খেলায় উপজেলার রাঙ্গিয়ারপোতা ফুটবল একাদশ কালিগঞ্জ আলাইপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেছে। খেলা শেষে পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক আলমগীর খান, বিএনপি নেতা ফরিদ আহমেদ।
কমিটি গঠন
ম লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে রাঙামাটি জেলা শাখা। সোমবার ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান ও সদস্য সচিব হাসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে মো. ফরহাদ সরকারকে আহ্বায়ক এবং আকিম উদ্দিন সাগরকে সদস্য সচিব করে আগামী ৩ মাসের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অগ্নিনির্বাপণ মহড়া
ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই স্স্নোগানে রাউজানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। রোববার উপজেলার ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে ছিল আলোচনা সভা,র্ যালি ও অগ্নিনির্বাপণ মহড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান।
সম্মেলন অনুষ্ঠিত
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদীর পলাশ উপজেলা শাখার উদ্যোগে জমিয়তের দাওয়াত-জমিয়তের পয়গাম আলস্নাহর জমিনে-আলস্নাহর নেজাম'র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পলাশ বাসস্ট্যান্ডে সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে মাওলানা নোমানুল করীমকে সভাপতি এবং মাওলানা সুলাইমান গাজীকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নরসিংদী জেলার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলদেশের মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী। এ সময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
দায়িত্বভার হস্তান্তর
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন কমিটি। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাকিম। আরও উপস্থিত ছিলেন জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।
বৈদু্যতিক সামগ্রী বিতরণ
ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে সোমবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদু্যতিক সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বৃহত্তর রামপুর পেশাজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামপুর পেশাজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুর রউফ। এ সময় বক্তব্য রাখেন রামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, জনতা ব্যাংক রামপুর শাখার সিনিয়র অফিসার মুনাব্বির আল মামুন, প্রেস ক্লাবের সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন।
সুধী সমাবেশ
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার বলগাড়ী ফাজিল মাদ্রাসা মাঠে বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
টিকাদান ক্যাম্পেইন
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে দেশব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে। টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রহমত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আকতার উজ জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এন এম মাছুম হোসেন।
আলোচনা সভা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আনিছের সভাপতিত্বে কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল হুদা ফাহিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শাবলু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুলস্নাহ ফরহাদ।
আর্থিক অনুদান
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ (নিহত) ও আহতদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান প্রেস ক্লাবের আয়োজনে টাচিং সোলস ইন্টারন্যাশনাল ও এসটিএস ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সহসভাপতি জাবেদুর রহমান জোবায়েরের সঞ্চালনায় অতিথি ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, কুসুমপুর জাগরণী সংসদের সাবেক সভাপতি আব্দুল হালিম টিয়া।
শোভাযাত্রা
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল হাসানসহ অন্য কর্মকর্তারা। পরে তারা শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মাহফিল অনুষ্ঠিত
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার তালখড়ি ইউনিয়নের ২নং ছান্দড়া ওয়ার্ড শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ছান্দড়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা এম বি বাকের। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অমুসলিম শাখার জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, ন্যাচার পস্নাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড ইন্ডা. লি. এর এমডি শিল্পপতি মো. খলিলুর রহমান, তানিয়া ব্রিক্সের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম বিশ্বাস, সংগঠনের উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সহ-সেক্রেটারি অধ্যাপক লিয়াকত শিকদার, ছান্দড়া মদিনাতুল উলুম দালিখ মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাসান প্রমুখ।
মহড়া প্রদর্শন
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওসমানপুর বাজারে মহড়া প্রদর্শিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা ইনচার্জ আতাউর রহমান, উপসহকারী প্রকৌশলী রাশেদুল আলমসহ অনেকে।