নবীনগরে ডাক্তারকে বিবস্ত্র করে নির্যাতন একজন গ্রেপ্তার
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক ডা. পারভেজ আহমেদকে হাত পা বেঁধে ও বিবস্ত্র করে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের মালিক হাবিবুর রহমান ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে মারপিটের এ আভিযোগ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতালের একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই চিকিৎসককে উদ্ধার করে। এ সময় হাসপাতাল পরিচালক জসিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক ডাক্তার পারভেজ আহমেদ দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত তার নির্ধারিত সময় ডিউটি শেষ করে রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় হাসপাতালের মালিক হাবিবুর রহমান তাকে আবারো রোগী দেখতে ডাকাডাকি করেন। তিনি অতিরিক্ত সময় দিয়ে রোগী দেখতে অনীহা প্রকাশ করলে হাবিবুর রহমানসহ চার-পাঁচজন মিলে তাকে মারধর করেন এবং বিবস্ত্র করে হাত-পা বেঁধে একটি রুমে আটকে রাখেন।
এ ঘটনায় ওই ডাক্তার বাদী হয়ে হাসপাতালের মালিক হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে নবীনগর থানা মামলা করেছেন।