শখের হাঁসের উন্মুক্ত খামারে মাসে ৪ লাখ টাকা আয়
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
শখের বসে হাঁস পালন করতে গিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্ণীপুর গ্রামের শরিফুল ইসলাম বাণিজ্যিকভাবে উন্মুক্ত হাঁসের খামার গড়ে তুলেছে। বর্তমানে তার খামারে এক হাজার হাঁস উন্মুক্তভাবে পালন করে বছরে প্রায় ৪ লাখ টাকা আয় করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। চত্রার বিলের পানিতে উন্মুক্ত পরিবেশে ভ্রাম্যমাণ খামার গড়ে তুলেছেন তিনি। হাঁস পালন খুবই লাভজনক ব্যবসা এবং অনেকেই সাবলম্বী হচ্ছেন। লক্ষ্ণীপুরের শরিফুল ইসলামের শখের বসে অল্প কয়েকটি হাঁস পালন শুরু করে লাভবান হতে থাকেন। এ থেকেই তার হাঁস পালনের আগ্রহ জন্মে। পরে তিনি জমিজমা বর্গা দিয়ে ১ হাজার হাঁসের বাচ্চা কিনে পালন শুরু করেন। ইতোমধ্যে ৩০০ হাঁস ডিম দিতে শুরু করেছে। প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকা বিক্রি করে এখনই পাচ্ছেন প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা, যা মাসে দাঁড়ায় প্রায় দেড় লাখ টাকা। তিনি জানান, আগামী এক, দেড় মাসের মধ্যে অন্তত ৯শ' বড় সাইজের ডিম পাওয়া যাবে, যা থেকে প্রতিটি ডিম ১৭ থেকে ১৮ টাকা দামে প্রতিদিন পাওয়া যাবে প্রায় ১৫ হাজার টাকা এবং তাতে তার মাসে আয় আসবে প্রায় ৪ লাখ টাকার বেশি। শরিফুল জানান, বাড়ির পাশে চত্রার বিল থাকায় বিলের ধান কাটার পর ফাঁকা উন্মুক্ত বিলে হাঁস স্বাধীনভাবে খায় ও ঘুরে বেড়ায়।
তিনি আরও জানান, এখন যে খাবার লাগছে পূর্ণ ডিম দেওয়া শুরু হলে বেশি খাবার লাগবে না। তারা মাঠে পড়ে থাকা ধান, শামুক, ঝিনুক, লতাপাতা, পোকা-মাকড়, ছোট মাছ এসব খাবে। শরিফুলের এ উদ্যোগ দেখে এলাকার অনেকেই হাঁস পালনে আগ্রহী হচ্ছেন। শরিফুল জানান, ডিম দেওয়া শেষ হলে এই হাঁস (যদি না মারা যায়) বিক্রি করে আসল মূলধন টাকা ফেরত আসবে।