দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটসহ আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছে শিশুসহ ৩৪ জন এবং ১০টি গরু-ছাগল। এতে আতঙ্কিত অবস্থায় এলাকাবাসী দিন কাটাচ্ছে।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে পাকেরহাট আজগার মেম্বারপাড়া এলাকায় দুটি কুকুর এক শিশুকে কামড় দেয়। এরপর কয়েকটি গরু-ছাগলকে কামড় দেয়। কুকুর দুটি পাগলা বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিকভাবে কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা আক্রান্ত হওয়ায় এলাকাবাসী শঙ্কিত।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা যায়, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত মোট ৩৫ রোগী চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রোববার সর্বোচ্চ ২২ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন।
পাকেরহাটের স্থানীয় মুকুল ইসলাম জানান, 'আমার ৬ বছর বয়সি নাতি কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসার পর বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে। এলাকার সবাই আতঙ্কিত।'
ইউএনও তাজউদ্দিন বলেন, 'বিষয়টি ইতোমধ্যে জেনেছি। দ্রম্নত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।'