মান্দায় জমি বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৩
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের গাইন পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, পারইটুঙ্গি মৌজার হাল ১৭৮ নং খতিয়ানের ১১৪২ দাগের ৫৬ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং মৃত বাহারুল্যা গাইনের ছেলে আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, কাসেম ও কফের উদ্দিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুস, কামাল হোসেন, মশিউর রহমান, মহিদুল ইসলাম, সাকিব হাসান, সিহাব হোসেন, আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, আবুল কাসেম, কফের উদ্দিন, সাদ্দাম হোসেন, সুরতজান এবং জমিলা খাতুনসহ সর্বমোট ১৩ জন আহত হয়েছেন।
মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, এ ঘটনায় উভয়ের দায়েরকৃত মামলায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।