ধর্ষণের অভিযোগ এনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
বগুড়া প্রতিনিধি
বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। মামলার পর থেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী।
কাহালু থানায় ছদ্মনাম (রুমকি) করা অভিযোগপত্রে উলেস্নখ করেছেন, আসামি মামুনুর রশিদ বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়ার মৃত খায়রুল আলমের ছেলে। তিনি পাবনার চাটমোহর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এই কর্মকর্তার গ্রামের বাড়ি ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি। তিনি ওই নারীকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ষণ করেন।
অভিযুক্ত মামুনুর রশীদ মিমোর কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক স্বীকার করেন। তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন।