দুই বছর ধরে বুড়িতিস্তা জলাশয় খননে অবৈধদখলদারের বাধা আর বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপেস্নামা প্রকৌশল সমিতি।
সোমবার নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা বলেন, প্রকল্পের সার্ভে ও খননের আগে তিন দফায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও দখলদারদের সঙ্গে আলোচনার পরে খনন কাজের উদ্বোধন করা হয়।
কিন্তু অবৈধদখলদাররা বাধা দেয় উন্নয়নমূলক প্রকল্পটি। হত্যার উদ্দেশে হামলা চালায় ঠিকাদারসহ পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের ওপর। হামলাকারীদের দ্রম্নত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর পাউবো সার্কেল-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, সার্কেল-২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, রংপুর পাউবো নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, নীলফামারী পাউবো নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, ঠাকুরগাঁও পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার প্রমুখ।