শিক্ষার্থীদের হাতে অস্ত্র নয় কলম দিতে চাই :ধর্ম উপদেষ্টা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অতিথিরা -যাযাদি
'শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস নয়, শান্তি চাই। শিক্ষার্থীদের হাতে অস্ত্র নয়, কলম তুলে দিতে চাই। আর সে লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।' সোমবার হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং কামিল প্রথমবর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও মিলাদ মাহফিলে ধর্ম-উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদ্রাসার আলা হজরত ইমাম আহমদ রেজা (রহ.) অডিটরিয়ামে অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শাসন করতে কিংবা ক্ষমতা ধরে রাখতে নয় আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের সুন্দরভাবে দেশ পরিচালনার পথ ক্লিয়ার করতে কাজ করছে। দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করতে সরকারকে একটু সময় দিতে হবে। এ সরকার প্রশাসন, রাজনীতি ও বিচার বিভাগের দিকে গুরুত্ব দিচ্ছে যাতে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে। এ সময় প্রধান অতিথি ছিপাতলী মাদ্রাসার প্রতিষ্ঠাতার উদ্দেশে বলেন, তিনি জ্ঞানের বাগান প্রতিষ্ঠা করে পুরো এলাকাকে আলোকিত করেছেন। শিক্ষা এমনই হওয়া উচিত যে শিক্ষা আলোকিত করে সম্প্রীতির বন্ধন তৈরি করে। অধ্যাপক কাজী মুহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উপাধ্যক্ষ আব্দুল অদুদ, জসিম উদ্দিন আজিজী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আলী আজগর। শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও নাতে রসুল (দ.) পরিবেশন করেন যথাক্রমে হাফেজ মুহাম্মদ ফয়সাল ও মো. মনিরুল মোস্তফা। অনুষ্ঠানে হাটহাজারী সার্কেল মো. শোয়েব, ওসি মো. হাবিবুর রহমান প্রমুখ ছিলেন।