তিন জেলায় বিভিন্ন ঘটনায় অটোরিকশাচলক ও যুবকসহ তিনজনকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে যশোরে যুবককে, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় ইজিবাইক চালক ও হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়। অন্যদিকে পানিতে ডুবে কুমিলস্নার নাঙ্গলকোটে দুই বোন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুর ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃদ্ধার মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোর শহরের বকচর এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে গলা কেটে হত্যা করেছে। নিহত যুবক মিলন মোল্যা (৩৫) যশোরের মণিরামপুর উপজেলার ঝালঝাড়া খালকান্দা গ্রামের আসমত আলী মোল্যার ছেলে। সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ মিলনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, মিলন মোল্যা যশোর শহরের বকচর এলাকায় রানী চানাচুর কোম্পানির ভেতরে গরুর খামারে চাকরি করতেন। সোমবার সকালে ফাক্টরির কর্মচারীরা তার সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বা কেন তার কোনো তথ্য পায়নি পুলিশ।
এদিকে হত্যাকান্ডের খবর শুনে ঘটনাস্থলে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার, পিবিআই কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তারা হত্যারহস্য খুঁজতে কাজ শুরু করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, মিলন হত্যার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে রহস্য উদ্ঘাটনে পুলিশ শুরু কাজ করেছে।
সিরাজগঞ্জ ও উলস্নাপাড়া প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বাচ্চু মিয়া নামে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটকসহ ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। উলস্নাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বাঙ্গালা ইউনিয়ের চেংটিয়া গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে। গভীররাতে মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা। তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে এক চা শ্রমিকের গলা কাট লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকালে উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা থেকে অভিজিৎ সাঁওতাল ওরফে সনিছড়ার (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাঁপাই চা বাগানের মৃত দুর্জত ধন সাঁওতালের ছেলে।
পুলিশ জানায়, তার মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোনো এক বাসায় কাজ করেন। তিনি দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার সকালে বাড়িতে আসেন। বিকালে বাজার করতে তার বাবা অভিজিৎ সাঁওতাল দেউন্দী চা বাগানের বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওইদিন রাতে অভিজিতের লাশ পাওয়া যায়। চুনারুঘাট থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটে পানিতে ডুবে আপন জেঠাত ও চাচাত দুই বোনের মৃতু্য হয়েছে। সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা গ্রামের পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মিজানের মেয়ে নাবিলা (৬) ও মাঈন উদ্দিন মেয়ে মুনতাহা (৭)।
জানা যায়, সোমবার সকালে দুই বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এরই মধ্যে তাদের দেখতে না পেয়ে, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে পারিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে পানি নাড়া দিলে তাদের দুজনের লাশ ভেসে ওঠে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামে হাঁড়িধোওয়া নদীতে ডুবে তালহা (১০) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও আড়াইহাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এর আগে রোববার সন্ধ্যায় তালহার বাবা ড. গোলাম কিবরিয়া তালহা নিখোঁজ হয়েছে বলে থানায় একটি জিডি করেন।
নিহত তালহা কড়ইতলা ইসলামপুর গ্রামের মরহুম পীর আলহাজ মাওলানা আব্দুল জব্বার চিশতী সাজলী (র.)-এর নাতি। রোববার বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তালহার পরিবারের লোকজন জানান।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার কুলিক নদীতে মিলল মানসিক ভারসাম্যহীন রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ। উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর এলাকায় কুলিক নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসআই সেকেন্দার আলী জানান, নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
নিহতের ছেলে রফিকুল ইসলাম বলেন, তার মা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন। তিনি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। গত রোববার সন্ধ্যায় তার মা বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করেছিলেন। পরদিন সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ পান।