বরিশাল ও রংপুরে বিশ্ব মান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত-
বরিশাল অফিস জানিয়েছে, বিশ্ব মান দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান' এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও বিএসটিআইর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। উপস্থিত ছিলেন মেট্রোলজির সহকারী পরিচালক ও বিএসটিআই অফিস প্রধান মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
রংপুর প্রতিনিধি জানিান, রংপুরে বিশ্ব মান দিবন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, ক্যাব ও কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, রংপুর চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর হোসেন, মেট্রোপলিটন চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম জাকারিয় পিন্টু, ক্যাব সভাপতি আব্দুর রহমান ও বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান মুবিন উল ইসলাম প্রমুখ।
বিএসটিআই সূত্র জানায়, রংপুর বিভাগের ৮ জেলায় পুরকৌশল ও প্রকৌশল পণ্য রয়েছে ২০০টি, রসায়ন পরীক্ষাগারে ৬৬০টি খাদ্য পণ্য এবং ৫৫টি জৈব ও অজৈব পণ্য পরীক্ষা করে মান নিয়ন্ত্রণ করা হয়েছে।