পাবনায় চার হত্যা ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পাবনায় চার হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছের্ যাব। অপরদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ ও ফকিরহাটে ধর্ষণ মামলা এবং মাদকসহ ৪ জনকে আটক করেছের্ যাব ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
পাবনা প্রতিনিধি জানান, পাবনার আতাইকুলা এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ের্ যাব চার হত্যা মামলার পলাতক আসামি গোলাম রব্বানীকে (৪৫) গ্রেপ্তার করেছে। গোলাম রব্বানী ওই এলাকার পূর্ব বনগ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে।র্ যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা জানান, গ্রেপ্তার আসামি গোলাম রব্বানী ৪টি হত্যা ও একটি অস্ত্র মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বের্ যাবের একটি টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে আতাইকুলা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানানর্ যাবের এই কর্মকর্তা।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের ওয়ার্ডবয় মেহেদী হাসান সজিববে (৩৮) আবারও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উপজেলার সানকিভাংগা গ্রামের মতিউর রহমান খলিফার ছেলে মেহেদী হাসান সজিব। রোববার রাত ৯টার দিকে হাসপাতালসংলগ্ন খেয়াঘাট এলাকায় ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রি করছিল। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বেলা ১১টার দিকে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে কিশোরী (১৪) ধর্ষণ মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে খুলনার্ যাব-৬ এর একটি দল। রোববার রাতে ঝিনাইদহ এলাকা থেকে তাদের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সামবার দুপুরে ১২টার দিকে গ্রেপ্তারিদের ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। গ্রেপ্তাররা হলেন- ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের সৌভাগ্য দাশের তিন ছেলের মধ্যে যমজ দুই ভাই গৌরাঙ্গ দাশ (৩৫) ও নিতানন্দ দাশ (৩৫) এবং বড় ছেলে তন্ময় দাশ (৩৮)।