ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উলস্নাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। রোববার দুপুরে ফেনী সদর আমলী আদালত-১-এ তাকে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উলস্নাহকে কারাগারে পাঠানো হয়েছে। তার রিমান্ড চাওয়া হবে, সোমবার আদালতে রিমান্ডে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উলস্নাহকে (৬৬) শনিবার ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করের্ যাব।
প্রসঙ্গত, রহিম উলস্নাহ ২১ বছর সৌদি আরবের জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।