বৈদু্যতিক শর্টসার্কিট থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। রোববার ৯টার দিকে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন ও এক আনসার সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টোর রুমে থাকা বেডের ফোমে আগুন লেগে যায়, মুহূর্তেই সেখানে আগুন ছড়িয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, 'খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুজন ও এক আনসার সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে।'
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, 'সকাল ৯টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কার্যক্রম শেষে সঠিক তথ্য দিতে পারব।'
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, 'আগুনের সূত্রপাত হাসপাতালের নিচতলা থেকে হয়। নিচতলায় কোনো রোগী না থাকায় তারা অক্ষত আছেন। উদ্ধারকর্মীরা ছাড়া কেউ হতাহত হয়নি।'