নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি পূজামন্ডপের সামনে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষের সময় একজন ছুরিকাহত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ফতুলস্নার পিলকুনি এলাকায় হিন্দুপাড়া রামমন্দিরে শারদীয় দুর্গাপূজা মন্ডপের সামনে খালি জায়গায় এ ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম শান্ত (১৬)। সে পিলকুনি এলাকার মো. জনির ছেলে। শান্তর পিঠে ও ঊরুতে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পিলকুনি হিন্দুপাড়া রামমন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, রাত ১০টার দিকে পূজামন্ডপের সামনে ও পেছনে খালি জায়গায় বহিরাগত বেশকিছু কিশোর ছেলে নাচানাচি ও হইহুলেস্নাড় করছিল। হঠাৎ তাদের মধ্যে বাগ্বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে কিশোরদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় শান্ত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অপর পক্ষের কিশোররা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পূজামন্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ,র্ যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।