নাটোরে জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্য সংঘর্ষে তোরাব আলী (৫৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৬-৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী উপজেলার রাজাপুর নটাবাড়িয়া এলাকার সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুকুর পাড়ের জমি নিয়ে উপজেলার নটাবাড়িয়া এলাকার তোরাব আলীর সঙ্গে ফুফাতো ভাই রানা খানের বিরোধ চলছিল। সকালে তোরাব আলী তার কলার জমির পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি বের করছিলেন। এ নিয়ে তোরাব আলীর সঙ্গে রানার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো হাঁসুয়ার আঘাতে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রানা খান। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম তোরাপ আলীর মৃতু্যর সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।