সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
মাহফিল অনুষ্ঠিত
\হপোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অধ্যাপক ড. ফয়জুল হক। সভাপতিত্ব করেন পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল বাশির, উপাধ্যক্ষ মাওলানা সাগর আলী, মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ।
পুনর্মিলনী অনুষ্ঠিত
\হকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন ত্বহা হজ কাফেলার চেয়ারম্যান মহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা অধ্যাপক তৈয়েবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, জালালাবাদ মহিলা মাদাসার সুপার আব্দুস সাত্তার।
পূজামন্ডপ পরিদর্শন
\হনানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ও বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিদর্শন ও মতবিনিময় করেছেন। পূজামন্ডপ পরিদর্শনকালে ছিলেন রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদারসহ অঙ্গসংগঠনের নেতারা। অন?্যদিকে নানিয়ারচর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন নন্দী জানান, এবারের দুর্গাপূজাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য উদযাপন কমিটিকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা সবাই মিলেমিশে পূজা উদযাপন করছি।
শুভেচ্ছা বিনিময়
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে মাদারীপুর জেলা শিবচর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোলস্না। শনিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনকালে ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোলস্না, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌরসভা বিএনপি'র সাধারণ সম্পাদক (সাবেক) শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)।
মতবিনিময় সভা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপি নেতা কর্মীরা পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন। শনিবার রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন বেলু, ফরিদ উদ্দিন, মামুনুর রশিদ, আবু তাহের, আবু বক্কর, শাহজাহান ও হারুনসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেতারা বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালন করুন। কেউ পূজা উদযাপনে কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
কমিটি গঠন
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ১৪ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি (২০২৪-২০২৬) উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হেদায়েত উলস্নাহকে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন ও আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
শিক্ষা উপকরণ প্রদান
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে মুক্তবাংলা চারিপলস্নী মাধ্যমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী, কৃতী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস, অভিধানসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি বিভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্য গোপাল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি নিত্যানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক নৃপেন মন্ডল।
নির্মাণ কাজের উদ্বোধন
ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়া গাবতলীর নেপালতলী জাতহলিদা নদীর পূর্বপাড়া ব্রিজ হতে রিয়াদ আল সালেহীন জামে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নিজেদের অর্থায়নে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকে চাকরিজীবী সোহেল রানা, সাবেক ইউপি সদস্য আ. রাজ্জাক, আব্দুল মোমিন, বিএনপি নেতা ইউসুফ আলী, আব্দুল আজিজ, আহসান, জামিরুল ইসলাম, শাহিন, এমানি, ঠান্ডু, খাজা মন্ডল প্রমুখ।
মন্ডপ পরিদর্শন
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শরিফুজ্জামান, আটঘরিয়ার বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোলস্না, আটঘরিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার মিলন, শামীম রেজা, মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ অন্য নেতারা।
দুর্যোগ প্রশমন দিবস
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে মহড়া প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাদ বিন জাহাঙ্গীর, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আইসিটি অফিসার মো. কাউসার আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান।
শারদীয় শুভেচ্ছা
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা পৌঁছে দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার। শুক্রবার সন্ধ্যায় তার সঙ্গে ছিলেন ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস আরিফ সিদ্দিকী, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ধলাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব। একইদিনে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের জোড়দিঘির করিমগঞ্জ বাজারে শহীদ সাদেকুল ইসলামের বাড়িতে যান এবং শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রম্নতি দেন।
মতবিনিময় সভা
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব আলী খানের সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরফদার মিন্টু, জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শামসুল আলম খান, ছামছুল হক খান, লাল মাহমুদ খান, কামাল হোসেন খান, তোজাম্মেল হোসেন খান, মনির হোসেন, আব্দুল জলিল খান, শরিফুল ইসলাম সুমন, সামিউল হক সবুজ, অনুবুলস্নাহ শেখ প্রমুখ।
অনুদান প্রদান
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান মঞ্জুর ছেলে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন গত শুক্রবার ও শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, দিঘিরপাড় ইউনিয়নের সাবেক সভাপতি ফজলুল হক, যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম চৌধুরী নাদভী, বাজিতপুর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।
কুশল বিনিময়
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, কুশল বিনিময়ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা, পৌর বিএনপিসহ এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা। গত শুক্র ও শনিবার রাতে কুশল বিনিময়কালে ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. নুর মুজাহিদ স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি'র আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি'র সদস্য সচিব মো. সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. লিখন সরকার।