টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার সকালে পৌরসভার আমিন বাজার এলাকার পাইকারি ও খুচরা বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়ে মূল্য সম্পর্কে দোকান মালিকদের সতর্ক করেন। এছাড়া কয়েকটি দোকানে পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম, সদস্য ক্যাবের (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি লিয়াকত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।