গাংনী-হাটবোয়ালিয়া সড়কে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের বাথানপাড়া-রাইপুর মাঠের মধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মোটর সাইকেল ও ভ্যান থামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের কবলেপড়া জেলার মাইলমারী গ্রামের মিশুকুজ্জামান জানান, হাটবোয়ালিয়া থেকে তিনি বাড়ি ফিরছিলেন। বাথানপাড়া-রাইপুর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছলে ১০/১২ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে পথচারীদের গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। সংঘবদ্ধ দলের কেউ হাফ প্যান্ট, কেউ বা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল। এদের অধিকাংশ মুখবাঁধা অবস্থায় ছিল বলে ভুক্তভোগী মিশুক জানান। বিষয়টি গাংনী থানাকে অবগত করলে এসআই শিমুলসহ থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আলামত পায়নি বলে জানান। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করে। ছিনতাইকারীদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।