বি.সি.এস.আই.আর উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ঢাকার বি.সি.এস.আই.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে চলতি বছরের ৯ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। একই সঙ্গে বিভিন্ন সময় তার আত্মসাৎ করা প্রায় ৬৩ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ফেরত দিতে বলা হয়েছে। তবে তিনি চলতি বছরের ৮ মে থেকে পলাতক রয়েছেন। জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের সহযোগিতায় স্কুলের শিক্ষক-কর্মচারী বহিষ্কার ও নতুন নিয়োগের মাধ্যমে মোটা অংঙ্কের টাকা গ্রহণ করতেন। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ করা ছিল তার নেশা। এছাড়া স্কুলের সাবেক অফিস সহকারী শামছুল হক হত্যার আসামিও তিনি। নিহতের ছেলে আমিনুল হকের ঢাকা কোর্টে করা হত্যা মামলাটি নিউমার্কেট থানায় তদন্তধীন আছে। অভিযোগে আরও জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষকের মেয়ের জামাই এস.পি. আবিরের নির্দেশে গত ৬ সেপ্টেম্বর নিউমার্কেট থানার ওসি আমিনুল ও আসামি প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে নিয়ে বি.সি.এস.আই.আর স্কুলে যান। কিন্তু স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। ফলে প্রধান শিক্ষক ইদ্রিস আলী স্কুল থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এদিকে, বাদী আমিনুল অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।