কেরানীগঞ্জে 'ভুল চিকিৎসা'য় প্রসূতি মৃতু্যর অভিযোগ, গ্রেপ্তার এক
প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
'ভুল চিকিৎসা'য় একজন প্রসূতির মৃতু্যর অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে জাহানারা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। নিহত প্রসূতি রুমা আক্তার (২৫) একই উপজেলার পাইনা চর এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।
স্বজনদের অভিযোগ, রোববার ভোরে প্রসব ব্যথা উঠলে জাহানারা জেনারেল হাসপাতালে ওই গৃহবধূকে ভর্তি করান স্বজনরা। পরে নরমাল ডেলিভারি শেষে কন্যাসন্তান প্রসব করেন তিনি। পরবর্তী সময়ে সকাল সাড়ে ১০টার দিকে প্রসূতির খিঁচুনি হয়। এরপর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা উপজেলার মৃতু্যর জন্য চিকিৎসক ও কর্তৃপক্ষকে দায়ী করলে উত্তেজনা ছড়াতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে চিকিৎসককে গ্রেপ্তার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, 'চিকিৎসক ও নার্সের অবহেলার কারণে আমার স্ত্রীর মৃতু্য হয়েছে। আমরা হাসপাতালের চিকিৎসক ও কর্তপক্ষের বিচার চাই।'
এদিকে অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানভীর রহমান।
ওসি মাজহারুল ইসলাম জানান, 'এ ঘটনায় জড়িত একজন চিকিৎসককে গ্রেপ্তার করেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'