মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

কালিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
কালিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা গলফ রিসোর্টে পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণ এবং নিরাপত্তার গুরুত্ববিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন রিসোর্টের সিনিয়র ম্যানেজার সাজিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান, রিসোর্টের ম্যানেজার খন্দকার মুনিব হোসেন, গলফ খেলোয়াড় রিপন খান, পাখিপ্রেমী আদিল খান ও ইকরাম হোসেন।

উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান বলেন, 'অতিথি পাখি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ, তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশে প্রায় ৭০০ প্রজাতির পাখি রয়েছে। যার মধ্যে ৩০০ প্রজাতিই পরিযায়ী পাখি। অতিথি পাখি নিধনে আইন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে