মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

চার বছরেও শেষ হয়নি আড়াইহাজার জাঙ্গালিয়া সড়কের দুর্ভোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
চার বছরেও শেষ হয়নি আড়াইহাজার জাঙ্গালিয়া সড়কের দুর্ভোগ

বিগত ১৪ বছরেও শেষ হয়নি আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের যাত্রীদের দুর্ভোগ।

তিন দফায় শুরু করলেও ১৪ বছরেও শেষ করতে পারেনি সড়ক সংস্কারের কাজটি।

বর্তমানে শিবপুর ব্রিজ থেকে আড়াইহাজার থানার মোড় পর্যন্ত রাস্তার করুণ দশা বিরাজ করছে। ফলে এ সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা।

এমনিতেই রাস্তা ভাঙাচোরা, সড়কের বিভিন্ন স্থানে ছোটবড় অনেক গর্ত। তার ওপর রাস্তার দুই পাশে ড্রেনেজব্যবস্থার কাজ নির্মাণাধীন থাকায় যাত্রীদের পোহাতে হচ্ছে চরম বিড়ম্বনা।

আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার ৭ ইউনিয়নের কয়েক হাজার লোক এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার কাজ শেষ করতে না পারায় তাদের দুঃখ লাঘব হচ্ছে না।

কাজটির ঠিকাদার জাকির হোসেন জানান, সড়কের জাঙ্গালিয়া উচিতপুরা প্রান্তে নির্মাণকাজ চলমান রয়েছে। কাজটি শেষ হতে আরও কিছু দিন সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে