নরসিংদীর বেলাবতে 'মার্কো ইকো বস্নক' নামে জেলার সর্ববৃহৎ পরিবেশবান্ধব কংক্রিটের বস্নক ইট তৈরির কারখানা উদ্বোধন হয়েছে। গত শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উপজেলার বেলাব ইউনিয়নের গাংকুলপাড়া এলাকার মোলস্নাবাড়ী রোডের পাশে প্রায় সাড়ে ৩০০ শতক জমির উপর এই কারখানাটি অবস্থিত, যা নরসিংদীতে প্রথম এবং সর্ববৃহৎ কংক্রিটের বস্নক তৈরির কারখানা।
এখানে উৎপন্ন বস্নক বা ইট হবে সম্পূর্ণ কংক্রিটের।
যেখানে উপাদান হিসেবে থাকবে সিলেকশন বালি, সিমেন্ট, ক্যামিকেল এবং নুড়ি পাথরের গুড়ো, যা শতভাগ পরিবেশবান্ধব এবং টেকসই হবে বলে মনে করেন কারখানাটির চীফ এক্সিকিউটিভ জাহিদুল হাসান।
তিনি জানান, এ কারখানায় বস্নক তৈরির জন্য যেসব মেশিনপত্র স্থাপন করা হয়েছে তা অত্যাধুনিক এবং এগুলো চীন থেকে আমদানি করা। প্রতিদিন গড়ে অন্তত ১৫ হাজার পিস বস্নক উৎপাদন করা সম্ভব হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি মশিউর রহমান সেলিম, কার্যনির্বাহী সদস্য বদরুল আমিন চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য ফারুক মিয়া, আমজাদ হোসেন প্রমুখ।