মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্র্রদায়ের সঙ্গে একাত্মতা জানাল বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্র্রদায়ের সঙ্গে একাত্মতা জানাল বিএনপি

ঠাকুরগাঁওয়ে মহাঅষ্টমীর রাতে প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে পূর্ণ একাত্মতা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতারা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন এ সময় বলেন, 'আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারদীয় শুভেচ্ছা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। এই দেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার। দেশটা যতটা একজন মুসলমানের, ঠিক ততটাই একজন হিন্দুর, একজন বৌদ্ধের, একজন খ্রিষ্টানের।

গত শুক্রবার সারারাত পূজামন্ডপগুলোর পাহাড়ায় তৎপর ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা। সংশ্লিষ্ট পূজা কমিটির প্রতিটি দুর্গাপূজার আয়োজনে অনুদান, স্বেচ্ছাসেবক ও সবকিছু দিয়ে বিএনপির এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটি ও বিএনপি-অঙ্গসংগঠনের অন্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে