বিশ্ববিদ্যালয় গেটে ছিনতাইয়ের শিকার জাবি শিক্ষার্থী

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

জাবি প্রতিনিধি
টিউশন থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রাসেল হোসাইন। শনিবার রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সিএন্ডবি থেকে মীর মোশারফ হোসেন হল গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। ভুক্তভোগী রাসেলের বন্ধু শাহরিয়ার জানান, রাত আটটার কিছু আগে কলমা এলাকা থেকে টিউশনি শেষে ফিরছিলেন রাসেল। হলের গেটে পৌঁছামাত্র ছিনতাইকারীরা তার পথরোধ করে দাঁড়ায়। তার সঙ্গে থাকা টিউশনির ৯ হাজার টাকা এবং কিছুদিন আগে কেনা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তিনি কোমরের ডান পাশে গুরুতর আঘাত পেয়েছেন। উপউপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ বলেন, 'আমরা ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য পর্যাপ্ত আলো এবং পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছি।'